নুর আলম এর কবিতা : 'দুর্লভ ছেলেবেলা'

নুর আলম
দুর্লভ ছেলেবেলা
নুর আলম
পার করেছি ছোটবেলা,
আর পাব না ফিরে !
সুখগুলো হায় আজো খুঁজি,
কমবয়সীদের ভিড়ে।
পাটকাঠি আর কলা পাতায় তৈরি হতো ঘর,
ভেঙে যেত উঠত যদি হালকা করে ঝড়।
রান্নাবান্না করার জন্য ছিল মাটির হাঁড়ি
নারকেল পাতায় তৈরি হত আমার হাতের ঘড়ি !
খেলতাম আমি নানান খেলা,
সকাল, দুপুর, বিকেল বেলা।
সন্ধ্যে হলে খাওয়ার শেষে,
যেতাম চলে ঘুমের দেশে ।
স্মৃতিগুলো বাঁধা আছে রঙিন ফ্রেমে ভরে,
সেখান থেকে শুধু আমি চলে গেছি দুরে !
পাঠকের মন্তব্য