কুবি'র শিক্ষার্থী অন্তরের চিকিৎসায় লক্ষাধিক টাকা হস্তান্তর

কুবি'র শিক্ষার্থী অন্তরের চিকিৎসায় লক্ষাধিক টাকা হস্তান্তর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী অন্তর সাহার (কিডনি সমস্যায় জর্জরিত) চিকিৎসায় ইংরেজি বিভাগের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থীদের পক্ষ থেকে ১ লক্ষ ১১ হাজার ৫২০ টাকার সহায়তা প্রদান করা হয়েছে।
ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. বনানী বিশ্বাসের উপস্থিতিতে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বেলা ১ টায় টাকা হস্তান্তর করা হয়। এই সময় উপস্থিত ছিলেন কুবির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাবিবুর রহমান,সহকারী অধ্যাপক মো. আবুল হায়াত এবং ছাত্র উপদেষ্টা প্রভাষক রেনেসাঁ আহমেদ সায়মা।
এই সময়,ইংরেজি ২০১৬-১৭ বর্ষের পক্ষ থেকে বায়েজিদ মিয়াঁ বলেন, অন্তর আমাদের ভাই। আমাদের দায়বদ্ধতা থেকেই কাজটি করেছি, এবং আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। ব্যাচের সবার সম্মিলিত সহযোগিতায় ভালো এমাউন্ট সংগ্রহ করতে সক্ষম হয়েছি। ব্যাচের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা।সবাইকে আবারো অনুরোধ করছি আমাদের ভাইয়ের জন্য এগিয়ে আসবেন।
ছাত্র উপদেষ্টা প্রভাষক রেনেসাঁ আহমেদ বলেন, ১১ তম ব্যাচের এই উদ্যোগটাকে আমি স্বাগত জানাই অনেক কৃতজ্ঞতা রইল আমার পক্ষ থেকে আর অন্তরের পক্ষ থেকে। আমি সবাইকে আহ্বান করব নিজেদের জায়গা থেকে যতটুকু পারা যায় এগিয়ে আসার জন্য। একটি মায়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে সবার সহযোগিতা আশা করছি।
বিভাগী প্রধান ড. বনানী বিশ্বাস বলেন, অন্তরের বিষয়টা আমাদের জন্য বেদনাদায়ক বিষয়। টাকার অভাবে সবচেয়ে কম দামি ডায়ালাইসিস করাচ্ছে যেটা খুবই কষ্ট দায়ক। আমি বিশ্বাস করি অন্তর আমাদের মাঝে ফিরে আসবে। বিভাগের প্রাক্তন বর্তমান সকল শিক্ষার্থীদের স্বাগত জানাই অন্তরের পাশে থাকার জন্য। অন্তরকে ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করছি।
আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানা
বিকাশ- 01622676868, 01733875846
নগদ- 01622676868, 01733875846
রকেট- 016226768681, 017338758465
জনতা ব্যাংক একাউন্ট নাম্বার- 100002277257 (মাইজদী কোর্ট শাখা, নোয়াখালী)
পাঠকের মন্তব্য