পুলিশের ওপর হামলার উস্কানি; অলি আহমদের ফোনালাপ ফাঁস 

পুলিশের ওপর হামলার উস্কানি; অলি আহমদের ফোনালাপ ফাঁস 

পুলিশের ওপর হামলার উস্কানি; অলি আহমদের ফোনালাপ ফাঁস 

এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদের ফাঁস হওয়া ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

চট্টগ্রামের চন্দনাইশ পৌর নির্বাচনের আগে, এলডিপি’র সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের সাথে দু'জনের ফোনালাপের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ফোনালাপে পুলিশ সদস্যদের ওপর হামলা চলানোর উস্কানি রয়েছে।

লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি’র সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহম্মদের সাথে জসিম নামে এলডিপির এক নেতার ফোনালাপের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে চন্দনাইশ পৌরসভা নির্বাচনের আগে পুলিশের ওপর হামলার কথা বলা হয়। ফোনলাপে দুই ব্যক্তির নাম বলা হয়েছে। এদের মধ্যে একজনের নাম কুতুব। তিনি, পৌরসভার সাবেক মেয়র ও অলি আহমেদের ভাতিজা। আর আইনুল কবির এলডিপির মেয়র প্রার্থী।

আগামী ১৪ ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে এই ধরণে ফোনালাপ ভোটারদের মধ্যে আতংক সৃষ্টি করেছে।

চন্দনাইশ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মাহবুবুল আলম খোকা বলেন, 'নির্বাচন শুরুর পর থেকেই তারা নির্বাচন বানচালের চক্রান্ত করছে।' যারা নির্বাচন বানচালের চক্রান্ত করছে তাদের আইনের আওতায় আনার আহ্বান জানান আওয়ামী লীগের মেয়র প্রার্থী।

এ বিষয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

চট্টগ্রামের চন্দানাইশ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, এলডিপি ও ইসলামী ফ্রন্টের ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পাঠকের মন্তব্য