বিপ্লব এর কবিতা : 'ফাগুনের শুভেচ্ছা আর ভালবাসা'

বিপ্লব এর কবিতা : 'ফাগুনের শুভেচ্ছা আর ভালবাসা'
'ফাগুনের শুভেচ্ছা আর ভালবাসা'
আতাউর রহমান বিপ্লব
প্রেম রাঙ্গা মোর কবিতা সুরেরও অন্তরে
ঝির ঝিরি ঝর্না ধারায় নতুন রঙ ঝরে।
ফাগুনেরও মোহনায় মন মাতানো মহুয়ায়
রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়।
মোর মনের প্রজাপতি নাচি নাচি, ঘুরি ঘুরি,
উড়ি উড়ি, উড়ে যায়;
মন হারানোর ঠিকানায়...
ফুলে ফুলে ভরে যাক প্রতিটি ঘর,
সুবাসিত হোক সকলের অন্তর।
দেশবাসী'কে ফাগুনের শুভেচ্ছা জানিয়ে মনের মাধুরি মিশিয়ে মাধুকরী মাধুর্য আর শৈল্পিক শব্দচয়ন যেনো চোখ ভিজানো আবেগ, ফাগুনের শুভেচ্ছা জানিয়ে দেয়া ভালবাসার শুভেচ্ছা বাস্তবে সবার অন্তর ভিজেছে, ফুলের সুবাসে..! মানুষকে ভালবাসার অসাধারণ লিখুনির জন্য কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব ভাইকে প্রজন্মকণ্ঠ এর পক্ষ থেকে অভিনন্দন।
পাঠকের মন্তব্য