ফারুক হোসেন তালাশের কবিতা : 'এখনও ঘুমাও নি'

ফারুক হোসেন তালাশের কবিতা : 'এখনও ঘুমাও নি'
'এখনও ঘুমাও নি'
মধ্যরাত
এখনও ঘুমাও নি কেন?
চোখের পাতা ভিজে ভিজে
কত নিশি জাগবে ?
অসাড় দেহ অথর্ব
তবুও ক্লান্তি নেই চোখে।
নিশাচর তারাও নিশ্চুপ
বেতারে বিদায় সম্ভাষণ।
কেউ হয়তো ইবাদতে।
তুমি কি কর ?
কারো জন্য কেউ অপেক্ষা করে
কলিং বেল শুনে দরজা খুলবে তাই।
তোমার কিসের অপেক্ষা ?
নিদ্রাহীন ক্লান্তি নেই চোখে কাকে খুঁজে হয়রান।
মধ্যরাত পেরিয়ে গেছে
ভোর হবে খানিক পর।
মোয়াজ্জেমের আহ্বান।
একটু পরে সকাল।
সূর্যোদয়, কোলাহল তারপর ব্যস্ততা।
এভাবে কিভাবে চলে একজন ?
পাঠকের মন্তব্য