মলয় বাগচির কবিতা : 'মুক্ত পথকে খুঁজতে'

মলয় বাগচির কবিতা : 'মুক্ত পথকে খুঁজতে'
'মুক্ত পথকে খুঁজতে'
ভিনদেশীরা খাবলে খেতে দেশটা
করল কত ছলচাতুরি চেষ্টা।
মিরজাফরদের লোভের খেশারতে
যুগের আঁধার যায় না ললাট হতে।
রক্ত দিয়ে হিস্যা আদায় করতে
ইংরেজ পাকের সঙ্গে হলো লড়তে।
অস্ত্রের মুখে বিদির্ণ বুক বারবার
দেশটা হলো পুড়তে পুড়তে ছারখার।
বাংলার সম্পদ পাচার হয়ে নিঃস্ব
দগদগে ঘা ভুলিনি সে দৃশ্য।
সন্তানহারা সম্ভ্রমহারা মাতা
মুক্তির পথে হারায় প্রিয় ভ্রাতা।
ভুলিনি সেই বর্গী বেনিয়ার ত্রাস
হইনি কভু ইংরেজ পাকের দাস।
রক্তের দামে মুক্ত পথকে খুঁজতে
বীর বাঙালির চিরকাল হয় বুঝতে।
পাঠকের মন্তব্য