মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে গ্রেপ্তার

মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে গ্রেপ্তার
প্রতারণার অভিযোগে মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। সৌদি প্রবাসীর কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নেওয়ার মামলায় গতকাল সন্ধ্যায় তাঁকে মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মাদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার(এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল জানান, বৃহস্পতিবার ভুক্তভোগী সৌদি প্রবাসী মোহাম্মদপুর থানায় স্বর্ণার বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় অন্য আসামীরা হলেন- আশারাফ ইসলাম শেইলী, নাহিদ হাসান রেমি, আন্নাফি, ফারহা আহ্মমেদ এবং অজ্ঞাত পরিচয় এক যুবক।
ভুক্তভোগী সৌদি প্রবাসী মামলায় উল্লেখ করেছেন, প্রতারণার মাধ্যমে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ও বিভিন্ন ওজুহাতে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নিয়েছে স্বর্ণা। রোমানা স্বর্ণার সাথে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় সৌদি প্রবাসীর। এরপর বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জারে তাঁরা যোগাযোগ করতেন।
পাঠকের মন্তব্য