আমিনুর রহমান এর কবিতা : 'আড়ি'

আমিনুর রহমান এর কবিতা : 'আড়ি'
আড়ি
আমিনুর রহমান
জীবন গাড়ীর ধীরগতি-
কোথাও দেইনা বিরতি।
জীবন পথ নয় সমান্তরাল-
সময়ে অসময়ে হই বেসামাল-
যদি হারিয়ে ফেলি খেয়াল-
ভেঙ্গে পড়তে পারে জীবনের দেয়াল।
পিছনে ফেলে আসা দিন-
নয় খুব বেশী রঙ্গীন-
নিজেকে লাগে সঙ্গিন-
কষ্টে ভরা হৃদয়ের গহীন।
ট্রাফিক সিগন্যাল মেনে,
চলে জীবন গাড়ী-
গন্তব্য বলতে না পারি-
কোথাও পেলাম না সুখের হাড়ি-
মা-বাবা-স্বজন আমায় ছাড়ি-
অনন্তকাল দিয়েছে পাড়ি-
একদিন আমার সাথেও,
এই জগতের হবে আড়ি।
পাঠকের মন্তব্য