নুর আলম এর কবিতা : 'আমাদের সেবক'

নুর আলম এর কবিতা : 'আমাদের সেবক'
'আমাদের সেবক'
- নুর আলম
বিশ্ব নন্দিত তুমি,
শেখ মুজিবুর রহমান।
বাঙালি জাতি ভুলবে না;
কখনো তোমার অবদান।
তুমি হয়ে আছো,
অবিসংবাদিত নেতা।
বাঙালির মুখে মুখে
বহুকাল বিরাজমান থাকবে তোমার কথা।
আজ হতে হাজারো শতবর্ষ পরে,
আসুক যতই অবিভাবক;
ঠাঁই তোমারই হবে
তুমি আমাদের একমাত্র সেবক।
পাঠকের মন্তব্য