১৮ নির্দেশনা মানতে নারাজ বিজিএমইএ ও বিকেএমইএ

করোনায় ১৮ নির্দেশনা মানতে নারাজ বিজিএমইএ ও বিকেএমইএ
দেশে করোনা ভাইরাস সংক্রমণ রেকর্ড পরিমাণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার সম্প্রতি ১৮ দফা নির্দেশনা জারি করেছেন। এর মধ্যে অন্যতম নির্দেশনা হচ্ছে জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সকল সরকারি-বেসরকারী দপ্তর, প্রতিষ্ঠান ও শিল্প কারখানা ৫০ শতাংশ জনবল দিয়ে কাজ চালাতে হবে।
তবে তৈরি পোশাক শিল্প মালিকদের দুইটি সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ গতকাল জানিয়েছেন, তাঁরা ৫০ শতাংশ নয়; তাঁরা শতভাগ শ্রমিক নিয়েই কারখানার উৎপাদন চালাবেন।
এই ব্যাপারে তাদেরকে সরকার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, অর্ধেক জনবল নিয়ে কারখানা চালানোর নির্দেশনা দেশের প্রধান রপ্তানি আয়ের খাতে কার্যকর হবে না। তবে কারখানায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
পাঠকের মন্তব্য