চিকিৎসাধীন রিজভী; তৃতীয় টেস্টেও করোনা পজেটিভ

চিকিৎসাধীন রিজভী; তৃতীয় টেস্টেও এলো করোনা পজেটিভ
করোনা আক্রান্ত হয়ে গত ১৭ মার্চ থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তিনি এখনো করোনা ভাইরাসে আক্রান্ত।
বুধবার (৩০ মার্চ) পাওয়া তৃতীয়বারের মতো রিপোর্টেও তাঁর শরীরে করোনা পজেটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
তিনি আরও বলেন, করোনা নেগেটিভ রিপোর্ট না সা পর্যন্ত তাঁকে হাসপাতালেই থাকতে হবে। এর আগে তাঁর ফুসফুসের সিটি স্ক্যান করা হয়েছে, রিপোর্ট ভালো এসেছে। হার্টের রিপোর্ট ভালো। এছাড়া তিনি খাবার খেতে পারছেন।
উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে জ্বরে ভোগার পর গত ১৬ মার্চ করোনা টেস্ট করা হলে রিজভীর শরীরে সংক্রমণ ধরা পড়ে। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পাঠকের মন্তব্য