করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চিত্রনায়ক রিয়াজ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চিত্রনায়ক রিয়াজ
‘বঙ্গবন্ধু’ ছবির শুটিং করতে ভারতে যাওয়ার আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নায়ক রিয়াজ। যে কারণে আপাতত ভারতে যেতে পারছেন না রিয়াজ। করোনা আক্রান্তের বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন।
তিনি বলেন, শুটিং এর জন্য ভারতের মুম্বাইয়ে যাওয়ার কথা ছিল। দেশ ত্যাগের আগে নিয়ম অনুযায়ী গত ২৮ মার্চ করোনা পরীক্ষা করাই এবং পরের দিন রিপোর্টে পজেটিভ আসে।
শারীরিক অবস্থা নিয়ে তিনি জানান, বাসায় থেকেই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাচ্ছি। শরীরে প্রচন্ড ব্যথা অনুভব করছি। ফুসফুস সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে হচ্ছে। খাওয়া-দাওয়া স্বাভাবিকভাবে করতে পারছি।
প্রসঙ্গত, ‘বঙ্গবন্ধু’ ছবিতে তাজউদ্দীন আহমেদের চরিত্রে অভিনয় করার কথা ছিল দেশের জনপ্রিয় নায়ক ফেরদৌসের। কিন্তু ভারতে প্রবেশে সংক্রান্ত নিষেধাজ্ঞায় শেষ পর্যন্ত সুযোগটি হাতছাড়া হয় ফেরদৌসের। ফেরদৌসের পরিবর্তে এই চরিত্রে অভিনয় করবেন রিয়াজ। এবার করোনা সেখানেও বাধ সাধল।
পাঠকের মন্তব্য