ইতিহাসে এই দিন

  • ১৬৪৮ সালের এই দিনে মেক্সিকান কবি হুয়ানা ইনেস দে লা ক্রসের জন্ম।
  • ১৮১৭ সালের এই দিনে বাহাউল্লা নামে পরিচিত আধ্যাত্মিক নেতা মির্জা হুসায়েইন আলী নুরি জন্মগ্রহণ করেন। তিনি বাহাই বিশ্বাসের জনক।
  • ১৮৪০ সালের এই দিনে প্রখ্যাত ভাস্কর্য শিল্পী অগস্টো রুদান প্যারিসে জন্মগ্রহণ করেন।
  • ১৮৬৬ সালের এই দিনে চীনের বিপ্লবী নেতা সান ইয়াৎ সেনের জন্ম।
  • ১৮৯৬ সালের এই দিনে ভারতের প্রখ্যাত পক্ষীবিশারদ সেলিম আলী জন্মগ্রহণ করেন।
  • ১৯১৩ সালের এই দিনে রবীন্দ্রনাথকে নোবেল পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত ঘোষিত হয়।
  • ১৯১৮ সালের এই দিনে অস্ট্রিয়াকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়।
  • ১৯৩০ সালের এই দিনে ভারতে ব্রিটিশবিরোধী আইন অমান্য আন্দোলনের প্রেক্ষাপটে লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক হয়।
  • ১৯৩৪ সালের এই দিনে ব্রাজিলীয় ফুটবলার ভাভা জন্মগ্রহন করেন ।
  • ১৯৪৬ সালের এই দিনে ভারতের স্বাধীনতা সংগ্রামী ও শিক্ষাবিদ পণ্ডিত মদনমোহন মালব্যের মৃতু্য।
  • ১৯৫৬ সালের এই দিনে মরোক্কো, তিউনিসিয়া ও সুদান জাতিসংঘে যোগদান করে।
  • ১৯৫৬ সালের এই দিনে ইসরাইলী সেনারা ফিলিস্তিনের গাজার রাফা শহরে ফিলিস্তিনী শরণার্থী শিবিরে গণহত্যা চালায়।
  • ১৯৬৯ সালের এই দিনে লেখক অজিতকুমার গুহের মৃত্যু।
  • ১৯৭০ সালের এই দিনে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রবল ঘূর্ণিঝড়ে ও জলোচ্ছ্বাসে দশ থেকে পনের লাখ লোক প্রাণ হারান।
  • ১৯৭১ সালের এই দিনে চীনের সঙ্গে রোয়ান্ডার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৮৯ সালের এই দিনে বিশ্বনন্দিত কমিউনিস্ট নেত্রী, স্পেনের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও স্পেনের গৃহযুদ্ধের নায়িকা ডলোরেস ইরারুর বিরের মৃত্যু।
  • ১৯৯০ সালের এই দিনে পৃথিবীর প্রাচীনতম ও ২৬০০ বছরের ঐতিহ্যবাহী বংশপরম্পরাগত রাজতন্ত্রের সিংহাসনে জাপানের সম্রাট আকাহিতো অভিষিক্ত হন।
  • ১৯৯৬ সালের এই দিনে বাংলাদেশ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে মানবতাবিরোধী কালাকানুন ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করা হয়।
  • ২০১১ সালের এই দিনে ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকনি পদত্যাগ করেন।
  •    


    পাঠকের মন্তব্য