ইতিহাসে এই দিন প্রজন্মকন্ঠ প্রবন্ধ ১০ মার্চ, ২০১৯ সময় - ১১:৩২:২১ অ- অ অ+ ১৬৪৮ সালের এই দিনে মেক্সিকান কবি হুয়ানা ইনেস দে লা ক্রসের জন্ম। ১৮১৭ সালের এই দিনে বাহাউল্লা নামে পরিচিত আধ্যাত্মিক নেতা মির্জা হুসায়েইন আলী নুরি জন্মগ্রহণ করেন। তিনি বাহাই বিশ্বাসের জনক। ১৮৪০ সালের এই দিনে প্রখ্যাত ভাস্কর্য শিল্পী অগস্টো রুদান প্যারিসে জন্মগ্রহণ করেন। ১৮৬৬ সালের এই দিনে চীনের বিপ্লবী নেতা সান ইয়াৎ সেনের জন্ম। ১৮৯৬ সালের এই দিনে ভারতের প্রখ্যাত পক্ষীবিশারদ সেলিম আলী জন্মগ্রহণ করেন। ১৯১৩ সালের এই দিনে রবীন্দ্রনাথকে নোবেল পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত ঘোষিত হয়। ১৯১৮ সালের এই দিনে অস্ট্রিয়াকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়। ১৯৩০ সালের এই দিনে ভারতে ব্রিটিশবিরোধী আইন অমান্য আন্দোলনের প্রেক্ষাপটে লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক হয়। ১৯৩৪ সালের এই দিনে ব্রাজিলীয় ফুটবলার ভাভা জন্মগ্রহন করেন । ১৯৪৬ সালের এই দিনে ভারতের স্বাধীনতা সংগ্রামী ও শিক্ষাবিদ পণ্ডিত মদনমোহন মালব্যের মৃতু্য। ১৯৫৬ সালের এই দিনে মরোক্কো, তিউনিসিয়া ও সুদান জাতিসংঘে যোগদান করে। ১৯৫৬ সালের এই দিনে ইসরাইলী সেনারা ফিলিস্তিনের গাজার রাফা শহরে ফিলিস্তিনী শরণার্থী শিবিরে গণহত্যা চালায়। ১৯৬৯ সালের এই দিনে লেখক অজিতকুমার গুহের মৃত্যু। ১৯৭০ সালের এই দিনে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রবল ঘূর্ণিঝড়ে ও জলোচ্ছ্বাসে দশ থেকে পনের লাখ লোক প্রাণ হারান। ১৯৭১ সালের এই দিনে চীনের সঙ্গে রোয়ান্ডার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। ১৯৮৯ সালের এই দিনে বিশ্বনন্দিত কমিউনিস্ট নেত্রী, স্পেনের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও স্পেনের গৃহযুদ্ধের নায়িকা ডলোরেস ইরারুর বিরের মৃত্যু। ১৯৯০ সালের এই দিনে পৃথিবীর প্রাচীনতম ও ২৬০০ বছরের ঐতিহ্যবাহী বংশপরম্পরাগত রাজতন্ত্রের সিংহাসনে জাপানের সম্রাট আকাহিতো অভিষিক্ত হন। ১৯৯৬ সালের এই দিনে বাংলাদেশ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে মানবতাবিরোধী কালাকানুন ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করা হয়। ২০১১ সালের এই দিনে ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকনি পদত্যাগ করেন। পাঠকের মন্তব্য প্রজন্মকন্ঠ - Projonmo Kantho Online Bangla News তানজিম হাসানেরা কেন নারীবিদ্বেষী হয়ে উঠেছেন ? স্ত্রীর মৃত্যুর একদিন পর মারা গেলেন সোহানুর রহমান সোহান সারাদিন সুদি ব্যবসায় যুক্ত থেকে দিন শেষে হালাল সাবান খুঁজছি ‘শীর্ষ ২০ অর্থনীতির একটি দেশ হবে বাংলাদেশ’ সবচেয়ে বেশি ভুয়া তথ্য ছড়িয়েছে প্রধানমন্ত্রীকে নিয়ে কে এই ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান ভূঁইয়া ? ড. মুহাম্মদ ইউনূস : মুখোশের আড়ালে আসল মানুষটি ! সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস আর নেই
পাঠকের মন্তব্য