মেডিকেলে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ | প্রজন্মকন্ঠ

সরকারি ও বেসরকারি মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ রোববার (০৪ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরে এক প্রেস ব্রিফিংয়ে ফল প্রকাশ করেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর।
এবার মোট চার হাজার ৩৫০ জন নির্বাচিত হয়েছেন। পূর্ব শিক্ষাবর্ষ থেকে নির্বাচিত হয়েছেন ৪১৩ জন। পরীক্ষায় মোট পাশ করেছেন ৪৮ হাজার ৯৭৫ জন। যা মোট পরীক্ষার্থীর ৩৯ দশমিক ৮৬ শতাংশ। মেধা তালিকায় প্রথম হয়েছেন মিশোরী মুনমুন (রোল নম্বর ২৫০০২৩৮)। তিনি পাবনা মেডিকেল কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তার মোট প্রাপ্ত নম্বর ৮৭.২৫।
গত শুক্রবার এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে এক লাখ ১৬ হাজার ৭৯২ জন পরীক্ষার্থীর অংশ নেয়। ছয় হাজার ৮২ জন পরীক্ষার্থী অংশ নেয়নি।
পাঠকের মন্তব্য