'ত্বক ও চুলের' উন্নত চিকিৎসায় প্রশংসিত; প্রথম পছন্দ 'স্কিনোলজিক'

ত্বকের লেজার চিকিৎসায় সুনাম কুরিয়েছে যে প্রতিষ্ঠানটি
সাধারন মানুষের কাছে ত্বক বা চুলের যত্ন খুব একটা কেয়ার করেন না। বেশিরভাগই মানুষের কাছেই ত্বকের যত্ন ব্যয়বহুল। বিশেষ করে ত্বকের লেজার বা অ্যাসথেটিকস চিকিৎসা। সেই ধারনা ভাঙতেই যাত্রা শুরু করেছে "Skinologic Skin & Hair Care" প্রতিষ্ঠানটির শুরু থেকেই সাধারন মধ্যবিত্তের হাতের নাগালে ত্বকের লেজার বা অ্যাসথেটিকস চিকিৎসা পৌছে দিতে কাজ করছে। Skinologic এ সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারের সাথে সাথে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা সেবা দিচ্ছেন।
প্রতিষ্ঠানটির দুই উদ্যোক্তা ডা. সৈয়েদা সামিনা মেহজাবিন এবং ডা. সৈয়েদ রোকোনুজ্জামান।
ডা. সৈয়েদা সামিনা মেহজাবিন বলেন, বেশিরভাগই মানুষের কাছেই ত্বকের লেজার বা অ্যাসথেটিকস চিকিৎসা ব্যয় বহুল। কিন্তু আমরা সাধারন মানুষের মধ্যে এ ধরনের চিকিৎসা তুলে দিতে চাই। এছাড়াও ত্বকের যত্ন নিয়ে নানা ধরনের সচেতনতা তৈরিতেও কাজ করে যাচ্ছি। মেডিকেল কলেজ ফর উইমেন এন্ড হাস্পাতাল থেকে এমবিবিএস পাশ করে ডা. সৈয়েদা সামিনা মেহজাবিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডার্মাটলজি এন্ড ভেনেরোলোজিতে প্রশিক্ষণ নিয়েছেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় পুলিশ লাইন হাস্পাতালের ডার্মাটলজি বিভাগে কর্মরত রয়েছেন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করা ডা. সৈয়েদ রোকোনুজ্জামান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডার্মাটলজি এন্ড ভেনেরোলোজিতে প্রশিক্ষণ নেন। তিনি বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এর ডার্মাটলজি বিভাগে কর্মরত রয়েছেন।
খুব অল্প দিনেই এই সেন্টার মানুষের মন জয় করে নিয়েছেন। অনেকেই আছেন যারা সল্প খরচ এ স্কিন এর সমস্যার সমাধান পেয়েছেন আলহামদুলিল্লাহ। সামনে আরও এগিয়ে নেয়ার লক্ষ্য আছে তাদের। খুব তারাতাড়ি এখানে আরও কিছু চিকিৎসা শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ।
উল্লেখ্য এখানে লেজার বা অ্যাসথেটিকস চিকিৎসার পাশাপাশি স্কিন সার্জারির কাজ ও হয়ে থাকে।
ত্বক ও চুলের যেকোন সমস্যায়, এই লিংকে ক্লিক করে যোগাযোগ করুন- m.me/skinologic.bd
অথবা, কল করুন- 01609069041
আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা- ২৬১/সি, রোড নং ৯,খিলগাও (খিদমাহ হাসপাতালের পিছনে)।
পাঠকের মন্তব্য