তৃতীয় দিনের লকডাউন; সব মহানগরে চলছে গণপরিবহণ

তৃতীয় দিনের লকডাউন; সব মহানগরে চলছে গণপরিবহণ
সারাদেশে তৃতীয় দিনের মতো চলছে লকডাউন। এদিকে সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ও জনসাধারণের যাতায়াতের কথা চিন্রা করে আজ বুধবার থেকে শুরু হয়েছে গণপরিবহণ চলাচল।
সীমিত আকারে বিধি নিষেধ মেনে চলছে সরকারি-বেসরকারী অফিস। স্বাস্থ্যবিধি মেনে মহানগরগুলিতে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণপরিবহণ চলবে।
এর আগে, মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাঁর বাসভবন থেকে ব্রিফিংয়ে রাজধানিসহ চট্টগ্রাম, গাজিপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় অর্ধেক আসন খালী রেখে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণপরিবহন চালু করার ঘোষণা দেন।
পাঠকের মন্তব্য