এস. এম নুরনবী এর কবিতা : “মূর্খ সমাজ” 

এস. এম নুরনবী এর কবিতা : “মূর্খ সমাজ” 

এস. এম নুরনবী এর কবিতা : “মূর্খ সমাজ” 

“মূর্খ সমাজ” 
এস. এম নুরনবী

সমাজটা আজ মূর্খে ভরা, মানুষরূপী পশুতে ঘেরা
আমি অধম লিখছি কেন ! নইতো আমি জ্ঞানী সেরা।

জ্ঞানী নইগো, লিখছি এসব অন্তরচক্ষু দিয়ে
অন্তরচোঁখে আপনিও জ্ঞানী, না চুকান আই.এ বি.এ।

লিখুন আপনিও দু-কলম ভাই, সত্যসেরা বাণী
সমাজ যেন পাল্টায় মোদের, শুনি শান্তিধ্বনি। 

সমাজটা আজ মূর্খে ভরা, অযোগ্যদের দখলনামায়
মূর্খ মানব সালিশ হয়েছে, জ্ঞানীটাকে বাতিল বানায়।

সত্যের বাণি শুধায় যারা, সমাজে আজ শত্রু তারা
নিরানব্বই মূর্খের মাঝে এক জ্ঞানী দিশেহারা।

মূর্খসমাজে মাদকবাজের মঞ্চে সেরা ভাষণ,
'মাদকমুক্ত দেশি গড়িব, দূর হবে সব কষ্ট'।
মাদক কেমনে দূর হবে গো, বক্তাই যে পথভ্রষ্ট।

সমাজটা আজ মূর্খে ভরা, মানুষরূপী পশুতে ঘেরা

টিপসইদাতা সুদখোর আজ, সমাজের মাতা-পিতা
স্বাক্ষরকারী পাগল হয়েছে, নিরানব্বই উপাধিদাতা।
 
সৎপথের প্রবীণ লোকটা বোঝেনা নাকি খাটি,
অজাত-কুজাত চেয়ার পেলে বুঝবে কী আর ছাতি !

অভদ্রটা পায় যে চেয়ার, ভদ্র তুমি খাটি ?
তোমার জন্য বিছানো আছে বাপু, হোগোলপাতার পাটি !

নিরানব্বই পাগলের মাঝে যতই থাকো ভালো
পাগল বিবেচিত হবে, জীবন আধার-কালো।

সমাজটাকে বদলাতে হয়, মূর্খ করে দূর
যোগ্যদের কাল হোকনা সমাজ, বাজুক সুখের সুর।

পাঠকের মন্তব্য