খালেদা জিয়ার স্বাস্থ্যের সার্বিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার স্বাস্থ্যের সার্বিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্যের সার্বিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
মিরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে যা দুঃখজনক। খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
এসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, করোনায় গত ১৪ মাসে একজনও না খেয়ে মারা যায়নি। প্রতিবেশী ভারত পাকিস্তানের থেকে আমরা অনেক ভালো আছি। তবে, দুর্মুখরা বিষয়টি নিয়ে নেতিবাচক কথা বলেই যাচ্ছেন। তিনি আর বলেন, যারা নানা সময় শুধু অভিযোগ নিয়ে ব্যস্ত সাথে তাদের কাউকে করোনার এই ক্লানিকালে জনগণের পাশে দাঁড়াতে দেখা যায় না।
পাঠকের মন্তব্য