আমিনুর রহমান এর কবিতা : “অবতার”

আমিনুর রহমান এর কবিতা : “অবতার”
“অবতার”
আমিনুর রহমান
উৎসর্গ : ডাঃ মারুফা আক্তার জাহান
নেই রক্তের বন্ধন-
তাতে কি ?
তুমি আপনের চেয়েও
অতি আপনজন-
যেন যুগ-যুগান্তরের স্বজন;
তুমি গর্বিত হলে,
আনন্দে নেচে উঠে মম মন।
অভিজ্ঞতার পাল্লায়,
মেপেছি তোমার ওজন-
দেখেছি তুমি শুধু আমার নও,
সকল গরীব-দুঃখির অতি প্রিয়জন।
তোমার হাতের ছোয়ায়,
বেঁচেছে অজস্র মা আর সন্তান-
কেউ ভুলেনি তোমার নিঃস্বার্থ অবদান-
তোমার সম্মান আসমান সমান-
তোমার অবদান সাক্ষ্য দেয়,
তুমি অতি মহান।
সবার তরে খোলা,
তোমার হৃদয়ের দুয়ার-
এক যুগ ধরে,
বিনা পয়সায় অগুনতি সিজার;
তুমি যেন নও ডাক্তার-
তুমি সত্যিকারের অবতার।
পাঠকের মন্তব্য