জুনাইদ কবির এর কবিতা : “অভিযোগ”

জুনাইদ কবির এর কবিতা : “অভিযোগ”
“অভিযোগ”
জুনাইদ কবির
তোমায় হারিয়ে আজ নিঃস্ব আমি
নিজে নিজের কাছে অপরাধী হয়ে আছি !
থমকে গেছে আমার পথচলা;
তোমাকে ধরে রাখতে পারিনি বলে।
কেন তোমার উপযুক্ত করে তুলতে পারিনি নিজেকে
যদি তোমাকে ধরে রাখার যোগ্যতা আমার থাকতো;
তবে তুমি কিছুতেই আমাকে
ছেড়ে যেতে পারতে না !
আচ্ছা; যোগ্যতা মানে কি ?
আমাকে বলতে পারো !
আমি আর ১টি বার, ১টি বার চেষ্টা করবো-
নিজেকে তোমার যোগ্য করার।
তোমাকে আমার কাছে ফিরিয়ে আন্তে
আমার প্রতি তোমার আর কোন অভিযোগ থাকবে না।
পাঠকের মন্তব্য