দানের টাকা মেরেই মামুনুল হকদের বিলাসিতা ও রাজনীতি

দানের টাকা মেরেই মামুনুল হকদের বিলাসিতা ও রাজনীতি
হেফাজতের নেতা মামুনুল হকের ব্যাংক একাউন্টে গত এক বছরে ৬ কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এতীমদের সহায়তায় দেশি-বিদেশি বিভিন্ন সুত্র থেকে আসা কোটি কোটি টাকা নিজেদের বাড়ি গাড়ি কেনা ছাড়াও রাজনৈতিক উচ্চাভিলাষ পূরণে ব্যবহার করেছেন মাওলানা মামুনুল হকসহ হেফাজতের শীর্ষ নেতারা।
রোববার (৩০ মে) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মাহবুব আলম নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য দিয়েছেন।
তিনি জানিয়েছেন, হেফাজতের অর্থ সম্পাদক মনির হোসেন কাসেমীকে গ্রেপ্তারের পর তদন্তে দেখা যায়- এই সংগঠনে যে অর্থায়ন আসে; তার একটি বড় অংশ আসে বিদেশ থেকে। মূলত রোহিঙ্গা, মাদ্রাসা, এতিমদের জন্য। তাছাড়া কিছু টাকা আসে যা শুধু হেফাজতের দলীয় কার্যক্রম পরিচালনার জন্য।
তবে, এই টাকাগুলো তাদের হিসেবে সঠিকভাবে রাখা হয় না। হিসেবে আমরা স্বচ্ছতা পাইনি। ক্ষেত্র বিশেষে দেখা যায়, রাজনৈতিক কর্মকাণ্ড বা হেফাজতের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের উদ্দ্যেশে ওই টাকা ব্যবহার করা হচ্ছে।
পাঠকের মন্তব্য