দ্বিতীয় স্ত্রীকে বেশি গুরুত্ব; স্বামীকে হত্যার পর ৬ টুকরো

দ্বিতীয় স্ত্রীকে বেশি গুরুত্ব; স্বামীকে হত্যার পর ৬ টুকরো
দ্বিতীয় স্ত্রীকে বেশি গুরুত্ব দেওয়ায় স্বামীকে হত্যার পর ৬ টুকরো করে বিভিন্ন এলাকায় ফেল রাখেন প্রথম স্ত্রী শিল্পী।
দ্বিতীয় স্ত্রীকে বেশি গুরুত্ব দেওয়া, পারিবারিকভাবে অবহেলা এবং প্রতিনিয়ত শারীরিক নির্যাতনের কারণে স্বামী ময়না মিয়াকে হত্যা করেছেন প্রথম স্ত্রী শিল্পি। হত্যার পর ময়না মিয়ার দেহ ৬ টুকরো করে মহাখালীর বিভিন্ন এলাকায় ফেলে রাখা হয়। পরে, নিহতের দ্বিতীয় স্ত্রী বাদী হয়ে মামলা করেন বনানী থানায়। মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে নৃশংস এই হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন পুলিশ।
এই ঘটনায় সিএনজি চালক স্বামী ময়না মিয়ার প্রথম স্ত্রী শিল্পিকে ৫ দিনের রিমান্ডে দিয়েছেন পুলিশ।
সিএনজি চালক ময়না মিয়ার সঙ্গে কড়াইল বস্তিতে থাকতেন প্রথম স্ত্রী শিল্পি। তাদের দুই সন্তান রয়েছে। কিন্তু ময়না মিয়ার দ্বিতীয় বিয়ের পর ঝগড়া-কলহ লেগেই থাকতো। শিল্পীর উপর চালানো নির্যাতন সঙ্গে অবহেলাও। এরই পরিণতিতে শুক্রবার শিল্পী ময়নাকে দুই পাতা ঘুমের বড়ি খাইয়ে গলা কেটে হত্যা করে। তারপর শিল্পী একাই স্বামীর মৃত দেহ টুকরো টুকরো করে ৬ টুকরো মহাখানির এবং বনানীর বিভিন্ন জায়গায় ফেলে রাখে।
পাঠকের মন্তব্য