জঙ্গিবাদের বিস্তারে অর্থায়নের ডাক দিতেন 'আমীর হামজা' 

জঙ্গিবাদের বিস্তারে অর্থায়নের ডাক দিতেন 'আমীর হামজা' 

জঙ্গিবাদের বিস্তারে অর্থায়নের ডাক দিতেন 'আমীর হামজা' 

সদস্যদের উদ্বুদ্ধ করতে দীর্ঘদিন ধরেই বিতর্কিত বক্তা আমীর হামজার বক্তব্য ব্যবহার করেছে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী আনসার আল ইসলাম। সম্প্রতি তার ওয়াজে উৎসাহিত হয়ে সংসদ ভবনে হামলা চালাতে গিয়ে ধরা পড়েন এক জঙ্গি। এই মামলায় পাচ দিনের জিজ্ঞাসাবাদ শেষে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন আমীর হামজা। 

সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে কথিত জিহাদে অর্থায়নে ডাক; মনগড়া ধর্মীয় ব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদের পক্ষে সাফাই। এভাবে ওয়াজের নামে জঙ্গিবাদ ও বিশৃঙ্খলা উসকে দেয়ায় দায় স্বীকারের পর বিতর্কিত বক্তা আমীর হামাজার সহযোগী ও ইন্ধনদাতাদের খোঁজে নেমেছে কাউন্টার টেররিজম ইউনিট। 

এই বিতর্কিত বক্তার বেশীরভাগ ওয়াজেই রয়েছে ধর্মীয় বিদ্বেষ ও জঙ্গিবাদের উসকানি। ধর্মের মনগড়া ব্যাখ্যা দিয়ে যুদ্ধাপরাধের বিচারে আইনি লড়াই চালানোর জন্য রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা মাহবুবে আলমের মৃত্যুতে উল্লাস করেন আমীর হামজা। 

কাউন্টার টেরোরিজম ইউনিটের শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে ধর্মীয় অপব্যখ্যা দিয়ে তরুণদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করার কথা স্বীকারের পাশাপাশি নিজের মতাদর্শ ও পরিকল্পনা খোলাসা করেছেন আমীর হামজা।  

তিনি আরও বলেন, আরও পাচ-সাতজন বিতর্কিত বক্তাকে ধরতে নজরদারী চলছে। 

 

পাঠকের মন্তব্য