রাতের আঁধারে ফুলকপির ফসল নষ্ট করলো দুর্বৃত্তরা 

কৃষক নুরুজ্জামান মিয়া

কৃষক নুরুজ্জামান মিয়া

লালমনিরহাট সদর উপজেলা মগলহাট ইউনিয়নে মোগারাম গ্রামের কৃষক নুরুজ্জামান মিয়ার কপি ক্ষেতে কে বা কাহারা রাতের আধাঁরে কীটনাশক স্প্রে করায় ২০ হাজার কপি গাছ ধব্বংশ। এতে কৃষক নুরুজ্জামানের ৪,০০০০০ লক্ষ টাকার ফসল বিনষ্ট হয়েছে। দুবৃর্ত্তরা রাতের আঁধারে একের পর ফসলি জমি নষ্ট করছে। 

ভরা ক্ষেত নষ্ট হওয়ায় পথে বসে যাচ্ছেন কৃষকেরা। রাতের আঁধারে লোকচক্ষুর আড়ালে এমন জঘন্যতম কাজটি করছে দুর্বৃত্তরা। এ কারণে ক্ষতিগ্রস্তরা নির্দিষ্টভাবে কারো বিরুদ্ধে অভিযোগও দায়ের করতে পারছেন না। ফলে এমন কাজ করেও মনুষ্যত্বহীন দুর্বৃত্তরা থাকছে ধরাছোঁয়ার বাইরে। এদিকে প্রায়ই ক্ষেত নষ্টের ঘটনা ঘটায় সবজি ক্ষেতের মালিকেরা রয়েছেন অচেনা আতঙ্কে।

সরেজমিনে গিযে এলাকাবাসী সুত্রে জানা যায়, গত সোমবার ফুল কপির পাইকার এসে নুরুজ্জামানের কপি নেবার জন্য ১০,০০০ টাকা বায়না করে গিয়েছে,সকালে নুরুজ্জামান কপি কাটার জন্য কয়েক জন কৃষক  নিয়ে ক্ষেতে গেলে তিনি গিয়ে এই অবস্থা দেখতে পান।পুর্ব শত্রুতার জেরে কে বা কাহারা এই ঘটনাটি ঘটিয়েছে।

মেগালাম গ্রামে  গ্রামে খোঁজ নিয়ে জানা গেছে, গত সোমবার এক পাইকার এসেছেল তার জমিতে ফুলকপি কেন জন্য, পরে কি হল তা আমরা জানি না। 

ভুক্তভোগী কৃষক নুরুজ্জামান আহমেদ বলেন, আমি এক লক্ষ টাকা এক লক্ষ টাকা বায়না নিয়েছি, আজ সকালে জমিতে গিয়ে দেখি কে বা কাহারা আমার এই ৪ বিঘা ফুলকপি  ফসলের জমিতে কীটনাশক স্যার দিয় ও গ্যাস বড়ি ব্যবহারের মাধ্যমে ফুল কপি নষ্ট করেছে, আমি এ ব্যাপারে থানায় অভিযোগ করি নিই তবো করবো।

   


পাঠকের মন্তব্য