মাদারগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে স্কুল ছাত্রকে ছুরিকাঘাত

গুরুত্বর আহত শিক্ষার্থী রিপন (১৬)

গুরুত্বর আহত শিক্ষার্থী রিপন (১৬)

জামালপুরের মাদারগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে রিপন (১৬) নামর এক দশম শ্রেণীর শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। শনিবার (১ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার খরকা ঝিল ব্রিজে এ ঘটনা ঘটে। 

পরে তাকে উদ্ধার করে মাদারগঞ্জ ১০০ শয্যা হাসপাতালে নিয়ে আসে সাথে থাকা সহপাঠিরা। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ছুরিকাঘাতে আহত রিপন মাদারগঞ্জ শহরের বালিজুড়ি মাঠ পাড়া এলাকার বিল্লাল মণ্ডলের ছেলে। সে বালিজুড়ি এফ এম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। 

ঘটনার প্রত্যক্ষদর্শী ও রিপনের বন্ধু রাব্বির বরাত দিয়ে মাদারগঞ্জ শহরের ৫নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সাকিব মাহমুদ বলেন, সন্ধার দিকে উপজেলা খরকা ঝিলের পাশে মিনি মেলা মাঠে রিপন তার বন্ধু রাব্বিসহ কয়েকজন মিলে এসে আনন্দ উল্লাস করার সময় পাশে থাকা কয়েকজনের বাকবিতণ্ডার জেরে হাতাহাতি হয়। পরে মিমাংসা হয়ে গেলে রিপনসহ তার বন্ধুরা রাত ৮টার দিকে মেলা থেকে বের হয়ে হাওয়াই রোডের খরকা ঝিলের ব্রিজে আসলে অভিযুক্তরা তাকে ঝুরিকাঘাত করে  ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সাথে থাকা রিপনের বন্ধু রাব্বি ঘটনাস্থলে থাকা কয়েকজন তাকে  উদ্ধার করে মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। 

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ দিলোয়ারা বেগম জানান, আহত রিপনের বাম পাশের কান ও গালের বেশিরভাগ অংশ ক্ষত হয়েছে। প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

মাদারগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফিরোজ উদ্দিন বলেন,খরকা ঝিলের পাশে মেলা সংলগ্নে রিপন নামে এক দশম শ্রেণীর শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। 

স্বজনের লিখিত অভিযোগের ভিত্তিরে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

   


পাঠকের মন্তব্য