মাদারগঞ্জে পরকিয়ার টানে ২ সন্তানের জননীকে নিয়ে ২ সন্তানের জনক উধাও

২ সন্তানের জনক রাসেল (৩২) ও ২ সন্তানের জননী লিচু বেগম (৩০)

২ সন্তানের জনক রাসেল (৩২) ও ২ সন্তানের জননী লিচু বেগম (৩০)

জামালপুরের মাদারগঞ্জে পরকিয়ার টানে ২ সন্তানের জননীকে নিয়ে রাসেল (৩২) নামে ২ সন্তানের জনক উধাও হওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হলেও কেউ ক্যামেরার সামনে মুখ খুলছে রাজি হননি। 

গত ৮ আগষ্ট রাতে উপজেলার বালিজুড়ি ইউনিয়নের পশ্চিম তারতাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। 

অসামাজিক কাজ করায় তার বিচার দাবি করেছে এলাকাবাসী। রাসেল ওই এলাকার হাছান প্রামাণিকের ছেলে। তার স্ত্রী ও ২টি ছেলে সন্তান রয়েছে। জানা গেছে,গত ৩ বছর ধরে একই ইউনিয়নের পূর্ব সুখনগরী এলাকার মিষ্টার আকন্দের স্ত্রী লিচু বেগম (৩০) এর সাথে পরকিয়ায় জড়িয়ে পড়েন তিনি। 

লিচু বেগম ২ সন্তানের জননী। ছেলে স্থানীয় একটি বেসরকারি স্কুলে সপ্তম শ্রেনীতে পড়ে ও  মেয়ে স্থানীয় একটি স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেনীর শিক্ষার্থী। 

পরকিয়া প্রেমিক রাসেলের হাত ধরে যাওয়ার পথ সুগম করতে লিচু বেগম তার ১৫ বছরের সংসার জীবনের ইতি টেনে গত ২০/০৭/২৩ তারিখে তার আগের স্বামী মিষ্টার আকন্দকে তালাক দেন। এ ঘটনায় অভিযুক্তদের বিচার দাবি করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী। 

নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন বলেন, দুজনেরই বউ ও স্বামী সন্তান রয়েছে। এই ধরনের অসামাজিক কাজ করায় আমরা বিব্রত হচ্ছি। অতি দ্রুত উপযুক্ত বিচার দাবি করছি। 

এ বিষয়টি নিয়ে কথা বলতে আজ দুপুরে অভিযুক্ত রাসেলের পশ্চিম তারতাপাড়ার বাড়িতে গেলে কেউ মন্তব্য করতে রাজি হননি। উল্টো গণমাধ্যমকর্মীদের উপর চড়াও হোন অভিযুক্তের বাবা হাছান প্রামাণিক ও তার ছোট ভাই সোহেল প্রামানিক। 

বিভ্রান্তিকর প্রশ্ন করে গণমাধ্যমকর্মীদের পেশাগত কাজে বাধা সৃষ্টি করে। বালিজুড়ি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য নাজির হোসেন লাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সম্পর্ক তাদের অনেকদিন থেকেই ছিল। আমি শুনেছি গত ৮ তারিখে দুজনে উধাও হয়েছেন। লিচু বেগমের স্বামী মিষ্টার আকন্দ আমার ওয়ার্ডের বাসিন্দা। 

গত কয়েকদিন আগে তাকে তালাক দেন লিচু বেগম। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক বলেন, বিষয়টি আমি ফেসবুকের মাধ্যমে জেনেছি। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেননি। লিখিত অভিযোগ করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

   


পাঠকের মন্তব্য