গলাচিপায় পুলিশের 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত

গলাচিপায় পুলিশের 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত
পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পটুয়াখালীর গলাচিপা থানা পুলিশের আয়োজনে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্য বিবাহ, ফেইসবুক গুজব সহ সকল অপরাধ নিবারণকল্পে আইন-শৃঙ্খলা বিষয়ক 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় গলাচিপা থানার প্রাঙ্গণে তদন্ত অফিসার মো. আতিকুল ইসলামের সঞ্চালনায় থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন এর সভাপতিত্বে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দুলাল চৌধুরী, বিবিসি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আতিকুর রহমান হিরন, চরমোনাই মুজাহিদ কমিটির সভাপতি মো. কানু মাতুব্বর, গলাচিপা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ রহমান।
অনুষ্ঠানে ওসি শোনিত কুমার তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। মাদকের সঙ্গে আপোষ না করে মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান। এছাড়া বাল্যবিবাহ বন্ধে তিনি জনসচেতনতা বৃদ্ধি ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।
এছাড়াও উপস্থিত সাংবাদিক, জনপ্রতিনিধি ও থানার বিভিন্ন অফিসার সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড ও পুলিশের সেবার মান নিয়ে অভিযোগ, করনীয় এবং পরামর্শ বিষয়ে মতবিনিময় ও অলোচনা হয়।
পাঠকের মন্তব্য