রাণীশংকৈলে সৈনিক কল্যাণ সংস্থার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত 

প্রতিরক্ষা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থা

প্রতিরক্ষা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থা

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় রাহবা প্রতিরক্ষা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার দ্বি-বার্ষিক নির্বাচনে বুধবার (৩০ নভেম্বর) ভোট গণনা শেষে সন্ধ্যা ৬ টায় সভপতি পদে অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার সামসুদ্দিন হাতি প্রতীকে ৪৯ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী অবঃ সার্জেন্ট আনোয়ারুল হক ফুটবল প্রতীকে পেয়েছেন ৪১ ভোট।

সাধারণ সম্পাদক পদে অবঃ সার্জেন্ট শাহজাহান আলী গরুর গাড়ি প্রতীকে পেয়েছেন ৫৪ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী অবঃ সার্জেন্ট গোলাম মোস্তফা কম্পিউটার পদে পেয়েছেন ৫৩ ভোট। 

এছাড়াও সহ-সভাপতি পদে খতিবুর রহমান ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দী হবিবর রহমান ৪৯ ভোট পেয়েছেন৷ সাংগঠনিক সম্পাদক পদে আমির হোসেন ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন৷তার নিকটতম প্রতিদ্বন্দী মানিক মিয়া ৪১ ভোট পেয়েছেন৷ 

প্রচার সম্পাদক পদে শাহে ইমরান মানিক ৫৫ ভোট পেয়ে নির্বাচিত পেয়েছেন৷তার নিকটতম প্রতিদ্বন্দী রেজাউল করিম ৫১ভোট পেয়েছেন৷ দপ্তর সম্পাদক পদে আক্তারুজ্জামান দুলাল ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দি ইউনুস আলী পেয়েছেন ৪৪ভোট। এবং কোষাধ্যক্ষ  পদে সাইদুর রহমান বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। 

প্রধান নির্বাচন কমিশনার হেলাউদ্দিন এ ফলাফল ঘোষনা করেন। 

এদিন শিবদিঘী রাহবার প্রতিরক্ষা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার কার্যালয়ে সকাল ১০টা হইতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১১ । এবং মোট কাস্টিং ভোটের সংখ্যা ১০৯ টি। 

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা প্রশাসনিক যুক্ত জুনিয়র হিসাব রক্ষক মো. হেলালউদ্দিন। সহকারী নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন অবঃ সার্জেন্ট এ জেড সুলতান আহম্মেদ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অবঃ করপোরেট মো.শাহাজাহান এবং থানা পুলিশের সদস্যরা। 

   


পাঠকের মন্তব্য