করোনাকে নিজের ব্যর্থতার দায় দিচ্ছেন আসলাম হোসেন এমপি

সংসদ সদস্য জনাব আসলাম হোসেন সওদাগর এমপি

সংসদ সদস্য জনাব আসলাম হোসেন সওদাগর এমপি

২৫ কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য জনাব আসলাম হোসেন সওদাগর এমপি তাঁর নির্বাচনি এলাকা ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নে পথসভায় জনগনের উদ্দেশ্য নিজের ভবিষ্যত পরিকল্পনা ব্যক্ত করেন।

মঙ্গলবার (২৯ নভেম্বর) কুড়িগ্রাম-১ আসনের সাংসদ জনাব আসলাম হোসেন সওদাগর বলদিয়া ইউনিয়নের বলদিয়া বাজারে পথসভায় জনগণের সুখ-দুঃখের কথাগুলো শোনার চেষ্টা করেন। একেক করে সবাইকে নিজেদের সমস্যা বলার জন্য অনুরোধ করেন তিনি।সেসময় জনগন তাদের রাস্তা-ঘাট, ব্রীজ, কালভেট, মসজিদ, মন্দিরের বিভিন্ন অনুদান প্রত্যাশা করেন।

বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল খালেক ব্যাপারী বলেন, বলদিয়া বাজার থেকে শাহিবাজার রাস্তাটির একজায়গায় ২০১৭ সালের বন্যায় ভেঙ্গে যায় যা আজও মেরামত করা হয়নি। আমাদের এই রাস্তা মেরামতের করে পাকা রাস্তার ব্যবস্থা করবেন।

জনান শফিকুল ইসলাম তারামিয়া বলেন, ২০১৭ সালে চর সতিপুরীর ব্রীজটি অর্থেক অংশ ভেঙ্গে যায়।দীর্ঘদিন থেকে মানুষ অনেকে কষ্ট করে পারাপার হচ্ছেন।আপনি ব্রীজটি করে দিলে আমরা উপকৃত হতাম। 

জনাব শাহজাহান বাবলু বলেন, বলদিয়া বাজার থেকে চৌধুরী বাজার রাস্তায় বর্ষাকালে যাতায়াতে অনেক সমস্যা হয়।আমাদের পাকা রাস্তা হলে সমস্যা দূর হবে। এছাড়াও আরো অনেকেই তাদের এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

সকল সমস্যার সমাধানের আশ্বাস এমপি দেননি তবে চর সতিপুরীর ব্রীজ, বাজার মসজিদে ২ লক্ষ টাকা এবং বলদিয়া বাজার থেকে শাহিবাজার রাস্তাটির মেরামতের প্রতিশ্রুতি দেন।

কুড়িগ্রাম-১ আসনের জনগন ভেবেছিলেন হয়তো দলীয় এমপি ক্ষমতায় আসলে নিজেদের কষ্ট লাঘোব হবে। কিন্তু আশানুরূপ উন্নয়ন হয়নি ভূরুঙ্গামারী-নাগেশ্বরী উপজেলার, ভাগ্যও বদল হয়নি তাদের। নিজের ব্যর্থতার স্বীকার করেন তিনি তবে দোষ দিচ্ছেন ভয়াবহ করোনার।

তিনি বলেন, আমি নির্বাচনে জয়ী হওয়ার পর মাত্র ১ বছর ভালো করে দ্বায়িত্ব পালন করি। কিন্তু তারপরেই করোনা হানা দেয়,তাই আর উন্নয়নে তেমন অংশ নিতে পারিনি। তবে বাকি সময়ে আপনাদের আশানুরূপ কার্যক্রম করার চেষ্টা করব।

তিনি আরো বলেন, আমাকে আপনারা আরেকবার সুযোগ দিলে ইনশাল্লাহ আপনাদের সর্বোচ্চ সেরা প্রদান করব।

   


পাঠকের মন্তব্য