ফরিদপুরে উন্মুক্ত লটারির মাধ্যমে কাজ বন্টন

ফরিদপুরে উন্মুক্ত লটারির মাধ্যমে কাজ বন্টন

ফরিদপুরে উন্মুক্ত লটারির মাধ্যমে কাজ বন্টন

বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওয়াতায় ২০২২-২৩ অর্থ বছরের গ্রামীণ মাটির রাস্তা টেকসই করানোর লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করন (২য় পর্যায়) প্রকল্পের ফরিদপুর সদর উপজেলার একটি কাজের উন্মুক্ত লটারিতে কাজ পেয়েছে এক ঠিকাদারী প্রতিষ্ঠান।  

১২ ডিসেম্বর সোমবার দুপুর ১ টায় ফরিদপুর সদর উপজেলা পরিষদের হলরুমে এ লটারী অনুষ্ঠিত হয়। ১৮৯ টি দরপত্রের বিপরীতে লটারির মাধ্যমে মেসার্স সামিয়া এন্টারপ্রাইজ নামের ঠিকাদার প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়।

লটারীর মাধ্যমে নির্ধারিত ঠিকাদারের মধ্যে এই প্রকল্পের কৈজুরী দশ হাজার নিজাম খলিফার মসজিদ হতে ভাঙ্গা রোড অভিমূখি রাস্তা এইচবিবি করণ (৫০০:০০ মি.) ও কৃষ্ণনগর ০৮ নং ওয়ার্ডের আলাউদ্দিন শেখের বাড়ির সামনে পাকা রাস্তা হতে ত্রিশ ঘর গুচ্ছগ্রাম হয়ে চানমিয়া মন্ডলের বাড়ি হয়ে ১০ (দশ) ঘর গুচ্ছগ্রাম পর্যন্ত রাস্তা হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (৫০০.০০ মি.)। এই কাজের মোট ব্যয় ধরা হয়েছে ৬৩ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা। 

এ সময় সদর উপজেলা চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান মোল্লা, উপ সহকারি প্রকৌশলী আনোয়ার হোসেনসহ ঠিকাদারগণ উপস্থিত ছিলেন।

   


পাঠকের মন্তব্য