গলাচিপায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা

উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল

উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল

“সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি শিশু ও মাতৃস্বাস্থের হবে উন্নতি” এ স্লোগানকে সমুন্নত রেখে পটুয়াখালীর গলাচিপায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। 

১৭ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার কার্যক্রম চলবে। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের হল রুমে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. সাহিন। 

এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোসা. আরজু আক্তার, প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি খালিদ হোসেন মিল্টন, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন শানু ঢালী সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, আগামী (১৭-২২ ডিসেম্বর২২ ইং) গলাচিপা উপজেলায় বিভিন্ন স্থলে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালিত হবে। সেক্ষেত্রে উল্লেখযোগ্য দিকগুলো সভায় তুলে ধরে আলোচনা হয়। সেগুলো হলো- পরিবার পরিকল্পনা সেবা, স্বাভাবিক ও জরুরি প্রশব সেবা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা, গর্ববতী সেবা, নবজাতক ও শিশু সেবা, প্রজনন স্বাস্থ্য সেবা, কৈশোরকালীন স্বাস্থ্য ও পুষ্টি সেবাসমূহ দেওয়া হবে।

   


পাঠকের মন্তব্য