রংপুর সিটি নির্বাচনে কাউন্সিলর পদে এগিয়ে আ.লীগ প্রার্থীরা 

রংপুর সিটি করপোরেশন নির্বাচন

রংপুর সিটি করপোরেশন নির্বাচন

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী বিপুল ভোটে জয়ী হয়েছেন। কিন্তু কাউন্সিলর পদে আওয়ামী লীগের প্রার্থীরা এগিয়ে আছেন। কাউন্সিলরদের ৪৪টি পদের মধ্যে ৪৩ জন নির্বাচিত হয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের ১৩ জন, জাতীয় পার্টির ৯, স্বতন্ত্র ১৮, বাসদের ১, বিএনপি থেকে বহিষ্কৃত ১ এবং যুবদলের ১ কর্মী কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। শুধু ২৬ নম্বর ওয়ার্ডে দুই প্রার্থী সমানসংখ্যক ভোট পাওয়ায় সেখানে পুনরায় নির্বাচন হবে।

রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেনের সই করা তালিকা থেকে জানা গেছে, কাউন্সিলর পদে বিজয়ীরা হলেন—১ নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম (জাপা), ২ নম্বরে গোলাম সরোয়ার মির্জা (আ.লীগ), ৩ নম্বরে আসেক আলী (জাপা), ৪ নম্বরে হারাধন চন্দ্র রায় (আ.লীগ), ৫ নম্বরে মোখলেছুর রহমান (স্বতন্ত্র), ৬ নম্বরে আবু হাসান চঞ্চল (স্বতন্ত্র), ৭ নম্বরে আনোয়ারুল ইসলাম (স্বতন্ত্র), ৮ নম্বরে আফসার আলী (স্বতন্ত্র), ৯ নম্বরে নজরুল ইসলাম দেওয়ানী (স্বতন্ত্র), ১০ নম্বরে কামরুজ্জামান (স্বতন্ত্র), ১১ নম্বরে ওয়াজেদুল আরেফীন (স্বতন্ত্র), ১২ নম্বরে মকবুল হোসেন (বিএনপি), ১৩ নম্বরে ফজলে এলাহী (আ.লীগ), ১৪ নম্বরে মমদেল হোসেন সরকার (বাসদ), ১৫ নম্বরে জাকারিয়া আলম (আ.লীগ), ১৬ নম্বরে আমিনুর রহমান (আ.লীগ), ১৭ নম্বরে আবদুল গাফফার (আ.লীগ), ১৮ নম্বরে মাসুদ রানা (স্বতন্ত্র), ১৯ নম্বরে মাহমুদুর রহমান (জাপা), ২০ নম্বরে তৌহিদুল ইসলাম (আ.লীগ), ২১ নম্বরে মাহাবুবার রহমান (জাপা), ২২ নম্বরে মিজানুর রহমান (আ.লীগ), ২৩ নম্বরে লিটন পারভেজ (বিএনপি), ২৪ নম্বরে রফিকুল ইসলাম (আ.লীগ), ২৫ নম্বরে নুরুন্নবী ফুলু (স্বতন্ত্র), ২৭ নম্বরে রেজওয়ার আল মেহেদী (স্বতন্ত্র), ২৮ নম্বরে শাহাদত হোসেন (আ.লীগ), ২৯ নম্বরে হারুন অর রশিদ (আ.লীগ), ৩১ নম্বরে সামসুল হক (জাপা), ৩২ নম্বরে শাহাদৎ হোসেন (আ.লীগ), ৩৩ নম্বরে মিনাজুল ইসলাম (জাপা)। ২৬ নম্বর ওয়ার্ডে দুই প্রার্থী শাহজাদা আরমান ও সাইফুল ইসলামে সমানসংখ্যক ভোট হওয়ায় পুননির্বাচন হবে। সেই সঙ্গে এর আগে ৩০ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম (আ.লীগ) বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিল পদে নির্বাচিত ১১ জন হলেন—১ নম্বর ওয়ার্ডে দিলারা বেগম (স্বতন্ত্র), ২ নম্বরে সুলতানা পারভিন (স্বতন্ত্র), ৩ নম্বরে মোছলেমা বেগম (জাপা), ৪ নম্বরে শামীমা আকতার (স্বতন্ত্র), ৫ নম্বরে মোসলেমা বেগম (স্বতন্ত্র), ৬ নম্বরে জাহেদা আনোয়ারী (স্বতন্ত্র), ৭ নম্বরে ফেরদৌসী বেগম (জাপা), ৮ নম্বরে হাসনা বানু (জাপা), ৯ নম্বরে মনোয়ারা সুলতানা (স্বতন্ত্র), ১০ নম্বরে সাজমিন নাহার শিউলি (স্বতন্ত্র) ও ১১ নম্বর ওয়ার্ডে ঝরনা খাতুন (স্বতন্ত্র)।

   


পাঠকের মন্তব্য