কুতুবদিয়ায় প্রকল্প কাজের গতি বাড়ানোর তাগিদ : সভাপতি ফরিদ 

কুতুবদিয়ায় প্রকল্প কাজের গতি বাড়ানোর তাগিদ : সভাপতি ফরিদ 

কুতুবদিয়ায় প্রকল্প কাজের গতি বাড়ানোর তাগিদ : সভাপতি ফরিদ 

কুতুবদিয়ার বড়ঘোপ জেটি ঘাটে নব-নির্বাচিত কক্সবাজার জেলা আ'লীগের সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফরিদুল ইসলাম চৌধুরীকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিলেন দ্বীপবাসী। বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার বড়ঘোপ জেটি ঘাটে পৌছলে তাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। এরপর উপজেলা পরিষদ চত্বরে দলীয় নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্প অর্পণ করে দ্বীপবাসীর উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্য দেন। 

সকাল সাড়ে ১১ টায় উপজেলা মাসিক সাধারণ ও আইন শৃঙ্খলা কমিটির সভা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়েছে। সভায় নব নির্বাচিত জেলা আওয়ামীলীগের সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফরিদুল ইসলাম চৌধুরীকে পুস্পস্তবক দিয়ে বরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা আ'লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক মো. তাহের, জেলা আ'লীগের সদস্য শফিউল আলম কুতুবী, কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেজাউল হাসান, বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ প্রমুখ।

সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, দ্বীপের চলমান প্রকল্প কাজ স্বচ্ছতার সাথে দ্রুত বাস্তবায়ন ও আইন শৃঙ্খলার পরিবেশ সমুন্বত রাখতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান। সভার শেষে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকার ৪র্থ ডোজ গ্রহন করে বিকেল ৪টায় কক্সবাজারের উদ্দেশ্য কুতুবদিয়া ত্যাগ করেন। 

   


পাঠকের মন্তব্য