স্বামী পরিত্যক্তা অসহায় মহিলা পেল আর্থিক অনুদান ও সেলাই মেশিন

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম

পাইকগাছায় স্বামী পরিত্যক্তা অসহায় মহিলা কে আর্থিক অনুদান ও সেলাই মেশিন প্রদান করা হয়েছে। অসহায় ফাতেমার পাশে ইতিপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম সাহায্যের হাত বাড়িয়েছেন। 

এবার অসহায় ফাতেমা কে আত্ননির্ভরশীল করার জন্য মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে "লুনা সী ফুড লিমিটেড" এর পক্ষ থেকে একটি সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। 
 
এসময়ে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান, লুনা সী ফুড লিমিটেড- এর জিএম আহসান জামিল, হেড অফ সাপ্লাই চেন আতিকুজ্জামান আতিক, অফ সাপ্লাই চেন অফিসার অজয় ঘোষ, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, নজরুল ইসলাম, আজবাহার গাজী, রিপন প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, হতদরিদ্রদের আত্ননির্ভরশীল করার জন্য "লুনা সী ফুড লিমিটেড" যে উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসনীয়। 

এসময়ে সমাজের দুঃখী অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে, আত্ননির্ভরশীল করতে  বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

   


পাঠকের মন্তব্য