পাইকগাছায় নানা আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু

উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু

"ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ" প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ পাইকগাছা শাখার উদ্যোগে বঙ্গবন্ধু'র প্রতিকৃতিতে শ্রদ্ধা, র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু স্বাধীনতা ও একুশে মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং বিকেলে সরকারি কলেজ এর সামনে থেকে এক বণার্ঢ্য র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশে ছাত্রলীগের ঐতিহ্য তুলে ধরে ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। 

জেলা ছাত্রলীগের উপ-মানব বিষয়ক সম্পাদক শেখ সাব্বির হোসেন এর সভাপতিত্বে ও ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি'র সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা ও ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম, পরেশ মন্ডল, জামিল হোসেন, প্রভাষক মশিউর রহমান, শেখ রাজু, দিপংকর মন্ডল, প্রসেনজিৎ , প্রসূন সানা, শফি মোড়ল, স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রভাষক বজলুর রহমান, ইউপি সদস্য খুকুমণি, ছাত্রলীগের মাহবুবুর রহমান নয়ন, আব্দুর রহিম, ফয়সাল মাহমুদ, মওদুদ আহমেদ, নামজুল হোসেন, শারাফাত হোসেন নাবেদ, তানভীর হোসেন, ইনাম সরদার, আকাশ বৈদ্য, জাহাঙ্গীর শিকারী, শাহারুজ্জামান আসিফ ফেরদৌস, তাজমিন সরদার, মহাসিনুর সানা, রফিকুল ইসলাম রনি, মাসুদ পারভেজ, রাজন, আরিফুল প্রমুখ।

   


পাঠকের মন্তব্য