কক্সবাজারের টেকনাফে আবারও ৪ কৃষককে অপহরণ  

কক্সবাজারের টেকনাফে আবারও ৪ কৃষককে অপহরণ  

কক্সবাজারের টেকনাফে আবারও ৪ কৃষককে অপহরণ  

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় ফের ৪ কৃষক অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার ভোর রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকায় এ ঘটনা ঘটে।

হাতির কবল থেকে ভুট্টা ক্ষেত রক্ষা করতে তারা সবাই রাতে পাহারা দিচ্ছিলেন। অপহৃতরা হলেন, হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকার গুরা মিয়ার ছেলে আব্দুর রহমান, আবুল হোসেনের ছেলে আব্দু সালাম, রাজা মিয়ার ছেলে মুহিব উল্লাহ ও আব্দুল হাকিম। স্থানীয়দের ধারনা, অস্ত্রধারী সন্ত্রাসীরা ওই কৃষকদের তুলে নিয়ে গেছে। তাদের দাবি, ‘ডাকাতপ্রবণ এলাকাটিতে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপ রয়েছে। তাদের কেউ এ ঘটনায় জড়িত থাকতে পারে।’

আ. সালামের ছোট ভাই মুন্সী রফিক বলেন, শনিবার রাতে পাহাড় থেকে বন্য হাতির দল ভুট্টা খেতে এসেছিল। তাদের পাহাড়ের দিকে তাড়িয়ে দিয়ে টংয়ে এসে ঘুমিয়ে ছিলেন ওই কৃষকরা। সেখান থেকে তাদের অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে। সকালে আমরা খেতে গিয়ে তাদের জুতা আর রক্তের দাগ পেয়েছি।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী টেকনাফ টুডে কে বলেন, “অপহরণের খবর পেয়ে বিষয়টি থানার পুলিশকে জানিয়েছি এবং পরে পুলিশসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিন্তু এখনো অপহৃত কৃষকদের উদ্ধার করা সম্ভব হয়নি। রোহিঙ্গা সন্ত্রাসীরা এই অপহরণের সাথে জড়িত বলে ধারনা করা হচ্ছে তবে এতে স্থানীয় লোকজন জড়িত থাকতে পারে যারা পাহাড়ে অবস্থানকারী সন্ত্রাসীদের খাবার ও রসদ সরবরাহ করে থাকে। নিতান্তই গরীব এই কৃষকদের দ্রুত উদ্ধারের জন্য তিনি প্রশাসনের প্রতি আহবান জানান। ”

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

উল্লেখ্য গেল ডিসেম্বরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার ৮ গ্রামবাসী শখের বশে পাহাড়ে মাছ শিকারে গিয়ে অপহরণের শিকার হন। পরে মুক্তিপণের বিনিময়ে তাদেরকে উদ্ধার করে স্বজনরা।

এর আগেও বিভিন্ন সময় হ্নীলা ইউনিয়নের পানখালী, উলুচামরী ও মরিচ্যাঘোনার কৃষকরা অপহরণের শিকার হয়ে পরে মুক্তিপণের বিনিময়ে উদ্ধার হন।

   


পাঠকের মন্তব্য