কুতুবদিয়ায় স্বামী হত্যার দু'বছর পর স্ত্রী আটক

কুতুবদিয়ায় স্বামী হত্যার দু'বছর পর স্ত্রী আটক

কুতুবদিয়ায় স্বামী হত্যার দু'বছর পর স্ত্রী আটক

কুতুবদিয়ায় ক্লুলেস হত্যা রহস্য উদঘাটন হয়েছে ২ বছর ২ মাস পর। সোমবার (৯ জানুয়ারি)  হত্যা মামলার প্রধান আসামী স্ত্রী দিল জাহানকে আটক করেছে পুলিশ। 

থানার সূত্রে জানায় ২০২০ সালে ২০ অক্টোবর উপজেলার উত্তর ধূরুং আকবর বলী পাড়া এলাকার মৃত ফেরদৌসের পুত্র দিন মজুর মো. ইউনুছ প্রকাশ পেটানের লাশ মেলে স্থানীয় নুরুল হকের ধানক্ষেতে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে একটি অপমৃত্যু মামলা রুজু করে থানায়। লাশের ময়না তদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে সন্দেহাতীত ২০২১ সালে ৩০ সেপ্টেম্বর প্যানাল কোড অনুযায়ী হত্যা মামলা রুজু হয়।

এবিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, ঘটনা বিশ্লেষণ ও ডিজিটাল তথ্য প্রযুক্তির মাধ্যমে উর্ধতন পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তার তত্ত্বাবধানে অভিযান চালিয়ে সোমবার রাত আড়াইটার দিকে চট্টগ্রাম ইপিজেড থানার আকমল আলী পকেট গেটস্থ ভাড়া বাসা থেকে স্বামী হত্যার মূল আসামি স্ত্রী দিল জাহানকে (৩৯) আটক করা হয়।  আসামি দিল জাহান পরকিয়ার মোহে পড়ে স্বামী মো. ইউনুছকে হত্যার কথা স্বীকার করেছে বলেও জানান তিনি। 

   


পাঠকের মন্তব্য