‘প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন মমতা’ : অমর্ত্য সেন

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে বড় মন্তব্য করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। 

আসন্ন লোকসভায় বিজেপি একপেশেভাবে জিতে যাবে এটা ধরে নিলে ভুল হবে বলেই মনে করেন তিনি। এদিন তিনি বলেন, ২৪-এর লোকসভায় আঞ্চলিক দলগুলি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুধু তাই নয়, এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা রাখেন বলে মনে করেন তিনি।

অমর্ত্য সেন বিজেপি এবং নরেন্দ্র মোদির একরোখা বিরোধী। তবে এভাবে প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কে নিয়ে মন্তব্য কখনও করেন নি। তিনি বামমনস্ক। ২০২৪ সালের লোকসভার আগে অমর্ত্য একপ্রকার স্পষ্টই বলে দিলেন, প্রধানমন্ত্রী পদে মমতার যোগ্যতা নিয়ে কোনও প্রশ্নই তাঁর মনে নেই। 

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘মমতার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই, এমনটা কিন্তু একেবারেই নয়। বরং আমার মনে হয় মমতা ভীষণভাবেই যোগ্য প্রধানমন্ত্রী পদের জন্য।’ তবে এরই সঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদ আরও বলেন, ‘এটা এখনও প্রতিষ্ঠিত হয়নি যে, বিজেপির বিরুদ্ধে যে ক্ষোভ তৈরি হয়েছে, মমতা সেটাকে কাজে লাগিয়ে সবাইকে একত্রিত করে দেশে বিভেদকামী শক্তিকে রুখে দিতে পারেন।’

   


পাঠকের মন্তব্য