কলারোয়ায় বাল্য বিবাহ মাদক ও পাচার রোধে কর্মশালা

থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা

থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা

কলারোয়ায় বাল্য বিবাহ, মাদক পাচার রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজী ইমাম এবং জনপ্রতিনিধিদের ৪দিন ব্যাপী এক প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৮জানুয়ারি) বেলা ১১টা হতে বিকাল ৩টা পর্যন্ত কলারোয়া উপজেলা অডিটরিয়ামে ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস' এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সহ.সভাপতি স ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ) দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে। 

কলারোয়া উপজেলা মহিলা বিষষক অধিদপ্তরের বাস্তবায়নে অনুষ্ঠানটি পরিচালনা করেন-কলারোয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার আকতার। প্রথম দিনের প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ৩টি ইউনিয়নের ৩০জন সদস্য। ৪দিনে মোট ১২ইউনিয়ের ১২০জন সদস্য এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করবেন বলে জানিয়েছেন মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার আকতার।

   


পাঠকের মন্তব্য