পাইকগাছায় সরকারী জমি দখল চেষ্টার অভিযোগ

উচ্চ আদালতে মামলা চলমান

উচ্চ আদালতে মামলা চলমান

পাইকগাছায় সরকারী জমিতে ঘেরা-বেড়া দিয়ে দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গড়ইখালী ইউনিয়নের হোগলারচক মৌজায় এ দখল চেষ্টা'র ঘটনা ঘটলে তা উচ্ছেদ করা হয়েছে।  

ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (তহশীলদার) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তৃতীয় পক্ষ হিসেবে হোগলারচকের আবুল হোসেন সরদারের ছেলে আবিরুল ইসলাম এ অবৈধ দখল চেষ্টা চালায়। জানাগেছে, সরকার পি,ও- ৯৮ /৭২'র ক্ষমতাবলে গড়ইখালীর শামসূর  রহমান সরদার গংদের হোগলারচক মৌজার ১/৬ খতিযানের ৩৭৪, ৩৮৫, ৩৮৬, ৩৮৭, ৩৭৫ সহ ১৫ টি দাগে ৩,৬৩ একর সম্পত্তি খাস করে সরকারের নিয়ন্ত্রনে নেয়।  

বর্তামানে এ জমি নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে। গড়ইখালী ইউপি'র ১ নং ওয়ার্ড সদস্য মোঃ গাউসুর রহমান বলেন, সরকার বাহাদুর এ সম্পত্তি খাস করে নিলে  শামসুর রহমান সরদারের বড় মেয়ে  হাসিনা বেগম সরকার পক্ষের বিরুদ্ধে জজকোর্ট মামলা করলে আদালত  তার পক্ষে রায় দেন। পরবর্তীতে সরকার পক্ষ এ রায়ের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট মামলা করেন, যার নং-৭০/২০১১।  

কিন্তু গড়ইখালীর শামসুল রহমানের পরিবার অভিযোগ করেছেন, ৩দিন পূর্বে হোগলারচকের কবিরুল ঘেরা-বেড়া দিয়ে এ সম্পত্তি দখলের চেষ্টা করেন। 

তবে স্থানীয় ইউপি সদস্য গাউসুর রহমান জানান,  ঘেরা-বেড়া দেয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমি তা তুলে দিয়েছি এবং এ সময় কোন  বাঁধা আসেনি।  এ সম্পর্কে গড়ইখালী ইউনিয়ন সহকারী ( ভূমি) কর্মকর্তা  মোঃ আঃ মালেক বলেন, কর্তৃপক্ষের নির্দেশে কবিরুলের দেয়া ঘেরা-বেড়া উচ্ছেদ করা হয়েছে।

   


পাঠকের মন্তব্য