পটুয়াখালী জেলা প্রেসক্লাবে সাংবাদিক আলতাফ মাহমুদ স্মরণ সভা

সাংবাদিক আলতাফ মাহমুদ স্মরণ সভা

সাংবাদিক আলতাফ মাহমুদ স্মরণ সভা

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি আলতাফ মাহমুদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় পটুয়াখালী জেলা প্রেসক্লাবের হল রুমে প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফের সঞ্চালনায় আলতাফ মাহমুদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মুসলিম পাড়া জামে মসজিদের খতিব ও ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদের।

পরে স্মরণ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আলতাফ মাহমুদের বড়বোন বিবি আয়শা হক, বড় ভাগ্নী সাফিয়া বেগম, ভাগ্নে ও কালেক্টরেট স্কুল ও কলেজের সহকারী শিক্ষক গিয়াস উদ্দিনসহ অন্যান্যরা। সভায় স্মৃতিচারণ করেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সহসভাপতি কাইয়ুম উদ্দিন জুয়েল, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য এস আলআমিন ও সদস্য মোঃ মেহেদী হাসান (বাচ্চু) প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সাংবাদিক আলতাফ মাহমুদ তার দীর্ঘ কর্মময় জীবনে নিজের জন্য কিছু করেনি। তিনি সাংবাদিকদের অধিকার ও সুরক্ষায় কাজ করেছেন। দেশ ও মানুষের জন্য নিজেকে নিবেদিত রেখেছেন। অথচ, আজকে এই মহান ব্যক্তির শেষ ঠিকানা টুকু নদী ভাঙ্গনে বিলিনের পথে। আলতাফ মাহমুদের কবরের পাশে নদী ভাঙ্গন প্রতিরোধে টেকসই বাঁধ নির্মাণের দাবীও জানান পরিবারের সদস্য ও সাংবাদিকরা।

সাংবাদিক আলতাফ মাহমুদ ২০১৬ সালের ২৪ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাকে পটুয়াখালীর গলাচিপার ডাকুয়া গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

   


পাঠকের মন্তব্য