স্বর্গীয় মৃণাল কান্তি ধর স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত

চ্যাম্পিয়ন মিলু ও রিপন জুটি

চ্যাম্পিয়ন মিলু ও রিপন জুটি

'খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল' শ্লোগান কে সামনে রেখে পাইকগাছার মঠবাটিতে স্বর্গীয় মৃনাল কান্তি ধর স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার রাতে মঠবাটি যুব সংঘ 'আমরা ক জন' এর উদ্যোগে মঠবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত খেলায়  বড়দল ব্যাডমিন্টন দল, পাইকগাছা বাতিখালি দল, তালা দল, দরগাহপুর, পাটকেলঘাটা, পাইকগাছা সরল দল, পাইকগাছা বাজার, সাতক্ষীরা ব্যাডমিন্টন দল সহ মোট আটটি দল অংশ গ্ৰহণ করে। নাক আউট পর্যায়ের খেলায় পাইকগাছা দলের মিলু ও রিপন জুটি চ্যাম্পিয়ন এরং তালা দলে‌র তৈয়বুর ও বাপ্পি জুটি রানার্স আপ ট্রফি লাভ করে।  

ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট  ট্রফিলাভ করে মিলু। চ্যাম্পিয়ান দলের ২টি ও রানার্স আপ দলের ২টি করে ট্রফি প্রদান করা হয়। খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অবঃ ব্যাংক কর্মকর্তা প্রজিৎ কুমার রায়, মঠবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সুরজিৎ রায়, ডাঃ তপন কুমার রায়, সেবাশ্রম মঠবাটির সহ-সভাপতি প্রশান্ত কুমার রায়, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সরকার, গ্ৰন্থাগার বিবেকানন্দ রায়, ব্যাডমিন্টন টুর্ণামেন্ট মেন্ট ব্যবস্থাপনায়  জীবন সরকার‌, শিশির মিস্ত্রী, দিপায়ন সরকার। স্বর্গীয় মৃণাল কান্তি ধরের ছেলে অভিজিৎ ধর ট্রফির ব্যবস্থা করেন।

২৬শে জানুয়ারি,২০২৩বৃহস্পতিবার রাতে পাইকগাছা উপজেলার মঠবাটী যুব সংঘের উদ্যোগে মঠবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্বর্গীয় মৃণাল কান্তি ধর স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট- ২০২৩ এর আয়োজন করা হয়। উক্ত খেলায় আটটি দল অংশ গ্ৰহন করে।তারা হলেন বড়দল ব্যাডমিন্টন দল, পাইকগাছা বাতিখালি দল,তালা দল, দরগাহপুর,পাটকেলঘাটা, পাইকগাছা সরল দল, পাইকগাছা বাজার ,সাতক্ষীরা ব্যাডমিন্টন দল।রাত ১০ টায় খেলা উদ্ধোধন করা হয়। খেলায় পাইকগাছা দলের মিলুও রিপন জুটি চ্যাম্পিয়ন এরং তালা দলে‌র তৈয়বুর ওবাপ্পি জুটি রানার্ণ আপ ট্রফি লাভ করে।ম্যান অফ দি টূর্ণামেন্ট  ট্রফিলাভ করে মিলু। 

চ্যাম্পিয়ান দলের ২টি ওরানার্ণ আপ  দলের ২টি করে মেডেলট্রফি প্রদান করা হয়। খেলায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা (অবঃ)প্রজিৎ কুমার রায়, মঠবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সুরজিৎ রায়, ডাঃ তপন কুমার রায়, সেবাশ্রম এর গ্ৰন্থাগার বিবেকানন্দ রায়, সেবাশ্রম -মঠবাটি এর সহ-সভাপতি প্রশান্ত কুমার রায়, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সরকার, ব্যাডমিন্টন টুর্নামেন্ট ব্যবস্থাপনায়  জীবন সরকার‌, শিশির মিস্ত্রী,দিপায়ন সরকার। স্বর্গীয় মৃণাল কান্তি ধরের ছেলে অভিজিৎ ধর ট্রফির ব্যাবস্থা করেন।

   


পাঠকের মন্তব্য