তারাকান্দায় মহাসড়কের পাশে গর্ত ভরাটের স্থান পরিদর্শন

উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত
ময়মনসিংহের তকরাকান্দায় মহাসড়কের পাশে ছাই দিয়ে গর্ত ভরাটের স্থান পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।
জানা গেছে,ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের উপজেলা (স্বাস্থ্য কমপ্লেক্সে) পাশে ছাই দিয়ে গর্ত ভরাটে করা হলে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটে। এবং চাই উড়ে পথচারী আহত হয়। গত শুক্রবার এ রাস্তা দিয়ে এক সাংবাদিক চলাকালে চাই উড়ে চোঁখে পড়ে। এতে তিনি আহত হন। ছাই ফেলে পরিবেশ ও মানুষের স্বাস্থ্যঝুকি সৃষ্টি হচ্ছে মর্মে অভিযোগের প্রেক্ষিতে আজ রবিবার নির্বাহী অফিসার মিজাবে রহমত সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের আর.এম. ডাঃ দিবাকর ভাট, স্যানেটারী ইন্সপেক্টর মঞ্জুরুল হক, তারাকান্দা থানার আই আই মোঃ জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য