সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুড়িগ্রাম এলজিইডি’র মানববন্ধন

 প্রকৌশলী গোলাম ইয়াজদানীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ

প্রকৌশলী গোলাম ইয়াজদানীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)এর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক, চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী গোলাম ইয়াজদানীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুড়িগ্রাম এলজিইডি’র মানব বন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এলজিইডির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী ঘন্টাব্যাপী মানববন্ধন করেন। 

উক্ত মানব বন্ধনে নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান বক্তব্য রাখেন। প্রকল্পের কাজ না পাওয়ায় নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি সন্ত্রাসী সাহাবুদ্দিনসহ দোষীদের দ্রুত গেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। সেই সাথে বর্তমান সরকারের গতিশীল উন্নয়ন কার্যক্রমকে চলমান রাখতে মাঠ পর্যায়ে উন্নয়ন কাজের সাথে জড়িত প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও তিনি সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

এসময় অন্যান্যের মধ্যে সিনিয়র সহকারী প্রকৌশলী এসএম সানজিদ আহমেদ, সহকারী প্রকৌশলী ফাহিম ফয়সাল, উপ সহকারী প্রকৌশলী জুলফিকার আলী ও মোঃ ইনসাফুল হক সরকারসহ এলজিইডি কুড়িগ্রামের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

   


পাঠকের মন্তব্য