মালয়েশিয়া যাবে ১ লাখ ৩৫ হাজার কর্মী : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা মালয়েশিয়ায় প্রায় ৬৫ হাজার কর্মী পাঠিয়েছি। আরো ১ লাখ ৩৫ হাজার কর্মী যাবে। এটা চূড়ান্ত হয়েছে। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু সমস্যার কারণে অনেক কর্মীকে বেশি টাকা দিয়ে মালয়েশিয়া যেতে হয়েছে। মালয়েশিয়া চায় এসব সমস্যা দূর করতে। সে জন্যই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন।

তিনি আরো বলেন, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তিনি কর্মী পাঠানো সংক্রান্ত সমস্যার সমাধানে খুবই আন্তরিক। আশা করি, শিগগিরই আমরা সব সমস্যার সমাধান করে আমাদের দেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবো।

   


পাঠকের মন্তব্য