জেলায় শ্রেষ্ঠ ওসি হলেন কলারোয়া থানার নাছির উদ্দীন মৃধা

জেলায় শ্রেষ্ঠ ওসি হলেন কলারোয়া থানার নাছির উদ্দীন মৃধা

জেলায় শ্রেষ্ঠ ওসি হলেন কলারোয়া থানার নাছির উদ্দীন মৃধা

আবারও কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা জেলায় শ্রেষ্ঠ থানা ও ওসি নির্বাচিত হয়েছে। প্রেসিডেন্ট পদক প্রাপ্ত জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। 

এসময় সেখানে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামানসহ অন্যন্যে পুলিশ অফিসারবৃন্দ। 

উল্লেখ্য তিনি এর আগে চার চার বার জেলায় শ্রেষ্ঠ থানা ও ওসি নিবার্চিত হয়েছে। এ ছাড়া তিনি কলারোয়ায় আইন শৃংখলা, মাদক, চোরাচালান, নারী-শিশু নির্যাতন রোধ, বাল্য বিবাহ রোধ, মানব পাচার প্রতিরোধ বিয়য় পর্যালোচনায় খুলনা রেঞ্জের মধ্যে কলারোয়া থানাকে শ্রেষ্ঠ ও থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধাকে শ্রেষ্ঠ অফিসার হিসাবে স্বিকৃতি লাভ করায় তাকে ক্রেষ্ট, সনদপত্রসহ বিভিন্ন সম্মানি প্রদান করে পুরস্কৃত করেন রেঞ্জ ডিআইজি। 

এছাড়াও গত (৪ জানুয়ারী-২৩) রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের বার্ষিক প্যারেড অনুষ্ঠানে কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধাকে সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য আইজিপি ব্যাজ প্রদান করেন বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

   


পাঠকের মন্তব্য