ভুরুঙ্গামারীতে ৫শ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

জাহাঙ্গীর আলম ও রশিদ মাঝি

জাহাঙ্গীর আলম ও রশিদ মাঝি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫শ পিচ ইয়াবা সহ দুই মাদক কারবারী কে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিন তিলাই গ্রামের ঢাকাইয়াপাড়ার সমেশ আলীর পুত্র জাহাঙ্গীর আলম (২৫) ও অপরজন চর-ভুরুঙ্গামারী ইউনিয়নের চর-ভুরুঙ্গামারী মৌজার দীঘিপাড়া এলাকার মৃত পাগর উদ্দিন এর পুত্র আব্দুর রশিদ (৫০) ওরফে রশিদ মাঝি। এ সময় তাদের কাছ থেকে ৫শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

পুলিশ সুত্রে জানা গেছে, রবিবার (১২ ফেব্রুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চর-ভুরুঙ্গামারী ইউনিয়নে ভারতীয় সীমান্ত হতে ইয়াবা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে বাবুর হাট আসার সময় চর-ভুরুঙ্গামারী মৌজাস্থ দীঘিপাড়া এলাকায় আজিজুল হকের বাড়ীর সামনে কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যমানের ৫শ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদককারবারীকে হাতেনাতে আটক করে থানা পুলিশ। এ সময় জাহাঙ্গীর আলমের কাছ থেকে কমলা রঙের ৩২৫পিচ ইয়াবা ট্যাবলেট ও রশিদ মাঝির নিকট থেকে গোলাপী রঙের ১৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারী) গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। 

   


পাঠকের মন্তব্য