‘নতুন রাষ্ট্রপতির কাছে আমাদের প্রত্যাশা’

‘নতুন রাষ্ট্রপতির কাছে আমাদের প্রত্যাশা’

‘নতুন রাষ্ট্রপতির কাছে আমাদের প্রত্যাশা’

এমন রাজনৈতিক চমক বাংলাদেশের মানুষ অনেকদিন পায়নি। কোনো না কোনোভাবে খবর ফাঁস হয়ে যেতো। এবারও সাংবাদিকরা নতুন রাষ্ট্রপতি হিসেবে অনেকের নাম অনুমান করেছেন।দিনের পর দিন সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে তাদের নাম ও ছবি ছাপা হয়েছে পত্রিকায়, টেলিভিশনে।

অনুমানটা নির্দিষ্ট ছিল না বলে সম্ভাব্য নামের সংখ্যা ছিল বেশি।বিভিন্ন পত্রিকা, টেলিভিশন অনলাইনে অন্তত ১০ জনের নাম দেখেছি।খবর পড়েছি কিন্তু চমকটা হলো মোঃ সাহাবুদ্দিন চুপ্পুর নাম কারও রাডারেই ধরা পড়েনি। অবশেষে জীবনের তিন পর্যায়ের ত্যাগের মূল্যায়ন করেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে রাষ্ট্রপতি মনোনয়ন দিয়েছেন যদিও বলাবলি হচ্ছিল, রাষ্ট্রপতি হিসেবে রাজনীতিবিদ, আমলা না বিচারপতি কাকে মনোনয়ন দেওয়া হবে।

সে হিসেবে মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু দারুণ এক প্যাকেজ, চমৎকার কম্বিনেশন। তবে আমার ধারণা আনুগত্যটাই তাঁর প্রধান যোগ্যতা।

এবারের রাষ্ট্রপতি মনোনয়নে চমক থাকলেও ঝুঁকি নেই। একটু নিভৃতচারী হলেও মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু পরীক্ষিত আওয়ামী লীগার। তবে শপথ নেওয়ার পর তিনি আর আওয়ামী লীগার থাকবেন না। তিনি হবেন রাষ্ট্রের প্রধান, সবার অভিভাবক, মহামান্য। অনুরাগ-বিরাগের ঊর্ধ্বে উঠে তিনি সবার প্রতি ন্যায্য আচরণ করবেন। যদিও বাংলাদেশের রাষ্ট্রপতির ‘ফিতা কাটা আর মাজার জিয়ারত’ ছাড়া আর তেমন কিছু করার নেই তবুও চাইলে রাষ্ট্রপতি অনেক কিছুই করতে পারেন।

নতুন রাষ্ট্রপতির প্রথম কাজ হোক সব রাজনৈতিক দলের আস্থা অর্জন করা, জনগণের ভালোবাসা আদায় করা। মাননীয় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর মেয়াদে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা তাঁর জন্য একটি অগ্নিপরীক্ষা।

তিনি যদি দুই দলের দূরত্ব কমানোর উদ্যোগ নিতে পারেন, যদি সব দলকে নির্বাচনে আনতে পারেন যদি একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা রাখতে পারেন; তাহলেই মাননীয় সাহাবুদ্দিন চুপ্পুর জীবনের চতুর্থ অধ্যায়টিও সাফল্যে মোড়ানো থাকবে। নতুন রাষ্ট্রপতির কাছে আমাদের এটুকুই শুধু প্রত্যাশা।

লেখক- মিজানুর রহমান 
প্রবাসী সৌদিআরব

   


পাঠকের মন্তব্য