ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে : খুলনা জেলা প্রশাসক 

খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন

খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন

উপজেলা পর্যায়ে বাল্য বিবাহ প্রতিরোধ, সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরোধ এবং মাদক নির্মূল বিষয়ক মতবিনিময় সভায় খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে তার যে দেশপ্রেম, মমত্ববোধ সেটা অনুসরণ করে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে বলেই সম্ভব হয়েছে। জঙ্গিবাদ ও বাল্যবিবাহ নিরোধ, মাদক নির্মূল করে সমাজে শান্তি, শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন। 

তিনি অবকাঠামোগত অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক ও মানবিকভাবে আমাদেরকে উন্নত হতে হলে মানবিক ভাবে সাম্যের দিকে এগিয়ে যেতে হবে, ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে বলে জানান। স্মার্ট ফোনের ব্যবহার কমিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বহুমুখী শিক্ষা গ্রহণে শিক্ষার্থীদের এগিয়ে আসার কথা বলেন। প্রতিটি ইউনিয়ন পরিষদে ব্রেস্ট ফিডিং কর্ণার, ওয়াশ রুম স্থাপন ও এলাকার ঐতিহ্য সংরক্ষণ করা হবে বলেও জানান। 

এছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেনা মতে ৩ ফসলী জমিতে কোন উন্নয়ন প্রকল্প গ্রহণ না করা এবং কোন জমি যাতে পতিত না থাকে সেজন্য সকলের প্রতি আহ্বান জানান। বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায়  প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন। 

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খান, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু। 

এসময়ে সরকারি কর্মকর্তা যথাক্রমে উপজেলা প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান খান, মোঃ টিপু সুলতান, কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, সমাজ সেবা সরদার আলী আহসান, রেজায়েত আলী, পিআইও ইমরুল কায়েস, বন প্রেমানন্দ রায় বিপ্লব কান্তি বৈদ্য, মৃদুল কান্তি দাশ, মোঃ মনিরুজ্জামান, জয়ন্ত কুমার ঘোষ, মৌলুদা খাতুন, রাজীবুল হাসান, ঈমান উদ্দীন, হাসিবুর রহমান, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল ও রবিউল ইসলাম,  প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে ও মোঃ খালেকুজ্জামান, জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যান কওসার জোয়ার্দার, কাজল কান্তি বিশ্বাস, রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম, আঃ মান্নান গাজী, আঃ ছালাম কেরু ও শাহজাদা ইলিয়াস, সুরাইয়া বানু ডলি, জাকারিয়া সহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন দপ্তর, প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থীরা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

   


পাঠকের মন্তব্য