স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন বিদু

সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মাকসুদ আলী বিদু

সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মাকসুদ আলী বিদু

আগামী ১৬ মার্চ ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মাকসুদ আলী বিদু। 

১৮ ফেব্রুয়ারি শনিবার বিকেলে রিটার্নিং অফিসার ও চরভদ্রাসন উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার ভৌমিক এর হাতে এ মনোনয়নপত্র জমা দেন। এর আগে সকাল ১১ টায় প্রার্থীর বাড়ির উঠানে তার সমর্থকদের নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করেন তিনি।

এ সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মাকসুদ আলী বিদু বলেন, আপনাদের দোয়া ও সমর্থনে আমি প্রার্থী হয়েছি। আমি ইতিপুর্বে পাঁচ মাস এই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। ওই সময়ে ইউনিয়নের বেশ কিছু রাস্তা আমি উপজেলা থেকে বরাদ্দ এনে তৈরি করেছি যা বিগত কোন চেয়ারম্যান তৈরি করতে উদ্যোগ নেয়নি। আমার ওই সময়ে ইউনিয়নের কোন লোকই কোন প্রকার হয়রানির শিকার হয়নি। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সুবিধা নিতে এসেও কোন প্রকার হয়রানি হতে হয়নি। আমি যদি চেয়ারম্যান পদে নির্বাচিত হই তাহলে ইউনিয়ন পরিষদ ও আমার বাড়ি জনগনের জন্য উন্মুক্ত থাকবে। 

তিনি আরো বলেন, জনগন যদি সুষ্ঠু ভাবে ভোট দিতে পারে তবে ১০০% আশাবাদী গেরদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি জয়ী হবো। কোন অপশক্তি আর পেশীশক্তি দিয়ে জনগণকে হয়রানি করে নির্বাচনে জয়ী হওয়া যাবে না।

এ সময় প্রার্থীর বড় ভাই সৈয়দ মোকাররম আলী আশফাক, ভাতিজা সৈয়দ আবরার নওশের, স্থানীয় আঃ হাকিম মোল্লা ও মোঃ বেলাল মোল্লাসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কর্মীরা উপস্থিত ছিলেন। 

   


পাঠকের মন্তব্য